কাছে এসো

দূরে কেনো
কাছে এসো, আরো কাছে।
লজ্জা, ঘোমটা সব উড়িয়ে
আমার অরণ্যে এসো, সুখ নাও,
চুম্বন করো, কোলে বসো।

মিথ্যা সিগারেট, মিথ্যা আগুন,
তুমি পাশে ঘুমালে মহামারী মিথ্যা।
ভয় করো না মাথার উপর চাঁদ আছে
শান্তি আছে, আমি আছি।

কত অবান্তর কথার রাজ্য আছে, মিছিল আছে
যোদ্ধা ছাড়া যুদ্ধ আছে, সাবাস!
এভাবেই কেটে যাবে, ভয় করো না
এসো! কাছে এসো, আরো কাছে।

– ভাস্কর মন্ডল






Published by Bhaskar Mandal

গরিবের আবার Bio! 😅

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started